সিপ্লাস ডেস্ক: নানা কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হচ্ছে। আজ বুধবার তীব্র শীতের মধ্যে পতাকা উত্তোলন ও ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের আনুষ্ঠানিকতা শুরু করে সংগঠনটি।
১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়েছিল। ‘ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’—এই প্রতিপাদ্যে পালিত হচ্ছে ছাত্রলীগের এবারের প্রতিষ্ঠাবার্ষিকী।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য এবং ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলার জনাব গোলাম মোহাম্মদ চৌধুরী, প্রধান বক্তা বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ।
আরও উপস্থিত ছিলেন বন্দর থানা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ কাইয়ুম, বন্দর থানা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম আরিফ, ওমর ফারুক নয়ন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রাশেদ, মোঃ চাহাত, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহদাত, ইসমাইল,রিফাত, সাগর, অর্থ সম্পাদক মোঃ তানজির, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আসিফ, পাঠাগার সম্পাদক সাদ ইবনে মনসুর, উপ প্রচার সম্পাদক সিফাত রনি, উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মোঃ শহীদ, উপ ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আশিকুল ইসলাম রায়হান, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক রাজু দাশ, উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক পারভেজ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।