
আমিরাত প্রতিনিধি: বঙ্গবন্ধুর জন্মদিন, জাতীয় শিশু দিবস, এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে নানা অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বাংলাদেশ স্কুল মিলনায়তনে স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস কিরণ আকতারের সভাপতিত্বে এবং স্কুল সিনিয়র শিক্ষক অধ্যাপক এসএম আবু তাহেরের পরিচালনায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের মিশন উপ-প্রধান মোহাম্মদ মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর মিসেস লুৎফর নাহার নাজিম।
অনুষ্ঠানের সংক্ষিপ্ত আলোচনায় স্কুল ছাত্রছাত্রীদের মধ্যে সুমাইয়া ও নাহিন এবং অভিভাবকদের পক্ষ হতে প্রিয়াংকা খন্দকার বক্তব্য রাখেন।
দূতাবাসের লেবার কাউন্সিলর লুৎফর নাহার নাজিমের পরিচালনায় বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে বিজয়ী হয়ে পুরস্কার লাভ করেন ছাত্র-ছাত্রীরা।
স্কুল শিক্ষিকা ফারলুনা হক ও স্কুল ছাত্রী নুসাইয়া আনোয়ারের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুল ছাত্র ছাত্রীদের নানা পরিবেশনা উপস্থিত ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবকদের মাতিয়ে রাখে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বঙ্গবন্ধু, স্বাধীনতা এবং শিশু দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু শুধু নেতাই ছিলেন না তিনি ছিলেন স্বাধীনতার মহানায়ক তিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেলেন। নেতা আসবেন কিন্তু কেউ উনার মত স্বাধীনতা দিতে পারবেন না।
ছাত্র ছাত্রী ও অভিভাবকরা এ ধরনের আয়োজনের ভুয়সী প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরণের অনুষ্ঠান আয়োজনের জন্য স্কুল কতৃপক্ষ অনুরোধ জানান।