রাউজান প্রতিনিধি: দক্ষিণ এশিয়ার প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র, বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী হতে উদ্ধার হলো ৩৫ তম মৃত ডলফিন।
শনিবার (১১ জুন) বিকেল ৫ টার দিকে নদীর রাউজান অংশের আজিমের ঘাট এলাকা হতে এই ডলফিনটি উদ্ধার করা হয়।
জানা যায়, স্থানীয় লোকজন নদীতে একটি ডলফিন ভাসতে দেখে স্থানীয় (পশ্চিম গুজরা) ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফকে খবর দেয়। সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত অবস্থায় নদী হতে ডলফিনটি উদ্ধার করেন।
উদ্ধারকৃত মাছটি আনুমানিক ওজন ১৬ কেজি, লম্বা ৩ ফুট হবে জানিয়েছেন ইউপি ইউপি সদস্য আবদুল্লাহ আল মাসুদ।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান লায়ন সাহাবুদ্দিন আরিফ বলেন, নদীতে একটি মৃত ডলফিন ভেসে উঠেছে এমন সংবাদের আমরা হালদা পাড়ে গিয়ে উদ্ধার করি।পরে বিষয়টি রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীকে জানানো হলে তার নির্দেশে ডলফিনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি প্রেরন করি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, রাউজান হতে একটি মৃত ডলফিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরিতে নিয়ে আসা হয়েছে। এটি আকারে ছোট। এটার শরীরে কোন দাগ পাওয়া যায় নি। কি কারনে এটার মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায় নি। ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত ৩৫টি ডলফিন মারা গেছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) ডলফিনের এই প্রজাতিটিকে অতি বিপন্ন (লাল তালিকাভুক্ত) হিসেবে চিহ্নিত করেছে।