এম আবদুল মান্নান, আমিরাত প্রতিনিধি: বঙ্গবন্ধু পরিষদ শিল্প নগরী মোছাফ্ফা কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।
রবিবার (৯ এপ্রিল) আবুধাবির শিল্প নগরী মোছাফ্ফার ১০ নং ছানাইয়ার ডায়মন্ড সিটি রেস্টুরেন্ট হলরুমে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিম উদ্দিন সিকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবির সহসভাপতি মোহাম্মদ জামশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাদের ইফতি, বঙ্গবন্ধু পরিষদ মোছাফ্ফা শাখার উপদেষ্টা আলহাজ্ব নুর মোহাম্মদ, সহ সভাপতি রফিকুল ইসলাম রাজু, সহ সভাপতি লোকমান তুহিন,প্রজন্ম বঙ্গবন্ধু আবুধাবির সভাপতি এস এম রফিকুল ইসলাম, আবুধাবি যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুব খন্দকার, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজ প্রমুখ।
মোহাম্মদ ইউনুস মোল্লার কুরআন তেলাওয়াতের পর অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবু ইউসুপ, মামুনুর রশীদ, মোহাম্মদ জহির, মোহাম্মদ নাসির উদ্দিন, মোহাম্মদ দিদার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা ইসলামের জন্য বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন। তারা আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে পুনারায় নির্বাচিত করার জন্য সকলকে স্ব স্ব অবস্থান হতে কাজ করে যেতে বলেন।
পরে দেশ জাতি প্রবাসীসহ মুসলিম উম্মার জন্য দোয়া ও মুনাজাত করা হয়।