
নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সভাপতি এস এম ফরিদুল হকের সভাপতিত্বে “মুক্তিযুদ্ধের বিজয় বীর বাঙ্গালীর অহংকার”, “স্বাধীনতার বিপক্ষ শক্তিকে বর্জন করুন” ।
শিরোনামে সভা পরিচালনা করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও বঙ্গবন্ধু পরিষদ দোহা মহানগর সভাপতি নুরুল আবছার বাবুল।পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ হয়। বঙ্গবন্ধু পরিষদের প্রয়াত সভাপতি ডাক্তার এস এ মালেক স্যারের স্বরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং বিশেষ মোনাজাত করা হয়।
বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম,সিনিয়র সহ-সভাপতি মীর মোশাররফ হোসেন নয়ন,আওয়ামীলীগ সভাপতি সফিকুল ইসলাম তালুকদার বাবু,উপদেষ্টা বোরহান শরিফ,কফিল উদ্দিন,সহাদাত হোসেন নাছের,নুরুল কবির চৌধুরী,নুর নবি,জাহাঙ্গীর আলম হওলাদার, বোরহান উদ্দিন মোল্লা,নবিউল হাসান বাদশা, আকিব রায়হান,মুন্না,মিসকাত,আতিকুল মাওলা মিঠু,আল আমিন খান সহ অনেকে।