রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে (বালক অনুর্ধ্ব-১৭) সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে রাঙ্গুনিয়া। সোমবার (২৭ জুন) চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে সীতাকুণ্ডকে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করে রাঙ্গুনিয়া ফুটবল একাদশ।
রাঙ্গুনিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদিউল খায়ের লিটন চৌধুরী জানান, খেলার প্রথমার্ধে ১ গোলে এগিয়ে থাকে সীতাকুণ্ড। দ্বিতীয়ার্ধে রাঙ্গুনিয়া দলের আরমানের গোলে সমতায় ফেরে রাঙ্গুনিয়া। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হলে টাইব্রেকারে গড়ায় খেলা। সেখানে ৫ – ৪ গোলের ব্যবধানে জয় পায় রাঙ্গুনিয়া উপজেলা ফুটবল একাদশ। আজ মঙ্গলবার (২৮ জুন) একই ভেন্যুতে রাউজান ও হাটহাজারী উপজেলার মধ্যে কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এই দুই দলের মধ্যে যেই দল জয়ী হবে সেটার সাথেই আগামী ৩০ জুন সেমিফাইনালে মুখোমুখি হবে রাঙ্গুনিয়া।
উল্লেখ্য গত ১৬ জুন থেকে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে।