বউ বোঝে না…

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: শাহেদ-সূচির বাসর রাত। জীবনের এই বিশেষ মুহূর্তে রোমান্টিক ভাব নিয়ে শাহেদ তার স্ত্রীর হাত ধরতে যায়। কিন্তু সূচি এক ঝটকায় নিজেকে সরিয়ে নেয়। তার চোখে ভয়ার্ত দৃষ্টি। তারপর শাহেদ ভাবে মেয়েটাকে সময় দেয়া উচিত।

কিন্তু সময় দিয়েও অবস্থার কোনো পরিবর্তন হয় না। কিছুতেই শাহেদের স্ত্রী বুঝতে চাচ্ছে না, বিয়ের পর হাত ধরা অন্যায় কিছু নয়! এমনই এক বিয়ে পরবর্তী মজার ও বিব্রতকর ঘটনা নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘বউ বোঝে না’।

নাটকের গল্পে শাহেদ-সূচির চরিত্রে অভিনয় করেছেন করেছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। সোহাইল রহমানের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন মাসরিকুল আলম।

এ নাটক প্রসঙ্গে তৌসিফ মাহবুব বলেন— ‘এটি বিশ্ব ভালোবাসা দিবসের নাটক। ফলে গল্পে রোমান্টিক বিষয়বস্তু রয়েছে। তবে গল্পটা বেশ আলাদা; রয়েছে দারুণ সব সাসপেন্স। তাই আগাম কিছু বলতে চাই  না।’

সিএমভির ব্যানারে নির্মিত হয়েছে বিশেষ এই নাটক। এটি প্রযোজনা করেছেন এসকে সাহেদ আলী। তিনি জানিয়েছেন, বিশ্ব ভালোবাসা দিবসের (১৪ ফেব্রুয়ারি) আয়োজনে ‘বউ বোঝে না’ নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।