সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিকাল এন্ড ইনফেকসিয়াস ডিজিসেস (বি আই টি আই ডি) হাসপাতালের পিছনে মহাসড়কের পাশে জলাশয় থেকে অজ্ঞাত এক নারীর (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে ঘাস কাটতে গিয়ে এক কৃষক হাসপাতালের পিছনে মাটিতে পোতা অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদের নেতৃত্বে পুলিশ এবং মানবিক সংগঠন গাউছিয়া কমিটির টিম লিডার মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
খবর পেয়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)র এসি সুখেন্দু সরকারসহ সিআইডি টিম ঘটনাস্থলে গিয়ে লাশের ফিংগার ফিন্ট সংগ্রহ করে। সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, বিআইটিআইডি হাসপাতালের বাউন্ডারির ভিতরে একটি জলাশয়ের মধ্যো পোতাবস্থায় এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করি। পিবিআই, সিআইডি টিম লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে।
তদন্ত শেষ বিস্তারিত জানা যাবে। লাশটি ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।