ফৌজদারহাটে ট্রেনে কাঁটা পড়ে কারখানার নিরাপত্তা প্রহরী নিহত

সালাউদ্দিন (৫৫)।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে রেললাইন দিয়ে হাঁটার সময় ট্রেনে কাঁটা পড়ে সালাউদ্দিন (৫৫) নামে কারখানার এক নাইটগার্ড নিহত হয়েছে।

শনিবার(২৫ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৭টায় সময় উপজেলার ছলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট এলাকায় রেললাইনে এই ঘটনা ঘটে।

নিহত সালাউদ্দিন সীমা স্টিল নামক একটি রড তৈরী কারখানার নাইট গার্ড ছিল বলে জানা গেছে। তিনি ফৌজদারহাট এলাকায় মৃত লেদুর পুত্র। জানা যায়, চট্টগ্রাম থেকে আপ লাইন দিয়ে ছেড়ে আসা একটি ট্রেন উপজেলার ছলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট এলাকায় অতিক্রমকালে কারখানা থেকে রাতের ডিউটি শেষে সকালে বাড়ি ফেরার সময় সালাউদ্দিন রেল লাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনে কাঁটা পড়ে। এসময় তিনি ঘটনাস্থ তিনি নিহত হয়।

এই বিষয়ে ফৌজদার হাট জিআরপি পুলিশ ফাঁড়ির এএসআই হাসান আলী বলেন, ছলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট এলাকায় চট্টগ্রাম থেকে আপ লাইন দিয়ে ছেড়ে আসা একটি ট্রেনে সালাউদ্দিন নামে এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়েছে। আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই লাশটি এলাকাবাসী নিয়ে গেছে।