সীতাকুন্ড প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর বানিজ্য মেলা থেকে ফেরার পথে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটস্থ বন্দর সংযোগ সড়ক এলাকায় ট্রাক চাপায় মোঃ সালাউদ্দিন (৩৮) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
এ ঘটনায় জসিম উদ্দিন নামে আরো একজন গুরুত্বর আহত হন। বৃহস্পতিবার রাত ৯টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। নিহত সালাউদ্দিন উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ মদনহাট এলাকার আলহাজ্ব এনামুল হকের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ও আহত ব্যক্তি মোটর সাইকেল যোগে শহর থেকে ফেরার সময় ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোড হয়ে ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়ক অতিক্রম করার সময় চট্টগ্রামমুখী একটি ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে মোটর সাইকেল চালক সালাউদ্দিন ঘটনাস্থলে নিহত হন। সাথে থাকা সদ্য বিদেশ ফেরত জসিম উদ্দিন গুরুত্বর আহত হন।
এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে ফৌজদারহাট ট্রাফিক পুলিশের ইনচার্জ সুসোভান চাকমা বলেন, ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। লাশ বার আউলিয়া হাইওয়ে থানার কাছে হস্তান্তর করা হয়েছে এবং ট্রাকটি আটক করা হয়েছে।