ফৌজদারহাটস্থ ডিসি পার্ক প্রকৃতির অপরূপ মেলবন্ধন সৃষ্টি করেছে: তথ্যমন্ত্রী ড.হাসান মাহমুদ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

কামরুল ইসলাম দুলু: দীর্ঘদিন অবৈধ দখলে থাকা ১৯৪ একর জায়গা উদ্ধার করে ফ্লাওয়ার পার্ক করে প্রকৃতির অপরূপ মেলবন্ধন সৃষ্টি করা এ পার্ক জেলা প্রশাসনের একটি অনন্য উদ্যোগ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ।

শুক্রবার চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট বন্দর সংযোগ সড়কে গড়ে তোলা ডিসি ফ্লাওয়ার পার্কে ৯ দিন ব্যাপী ফুল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, এ পার্কটি সীতাকুণ্ডবাসী তথা চট্টগ্রামবাসীদের জন্যে বেড়ানোর নতুন দিগন্তের উন্মোচন হয়েছে। একটি শহরকে নান্দনিক করতে হলে প্রকৃতির সঙ্গে উন্নয়নের সমন্বয় করতে হয়। চট্টগ্রামকে এখনো নান্দনিক রাখার সুযোগ আছে। এই জায়গাটি পুনরুদ্ধার করায় আমি জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব, এখানে প্রতিবছর তিন মাসব্যাপী পুষ্প মেলা হবে ডিসেম্বর- জানুয়ারি-ফেব্রুয়ারি এখানে পুষ্প মেলা করা হলে এই শহর আরও নান্দনিক হবে।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকা শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী বলেন, ‘অবৈধ দখলে থাকা খাস জমি সরকার উদ্ধার করে ব্যবহারের জন্য উন্মুক্ত করেছে। এই ফুলের বাগানে সাধারণ জনগণ নির্মল বায়ু সেবন করবে। রাজনৈতিক নেতারা জনগণের স্বার্থে চট্টগ্রাম জেলা প্রশাসকের এই সব সিদ্ধান্তকে সমর্থন দিয়েছেন।’

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফকরুজ্জামানের সভাপতিত্বে ফুল উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল মালেক, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. আবু রায়হান দোলন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসান, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, চট্টগ্রাম চেম্বার অ্যান্ড কর্মাস এর প্রেসিডেন্ট মোঃ মাহবুবুল আলম, চট্টগ্রাম মহানগরের মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহাম্মদসহ বিভিন্ন নেতৃবৃন্দ।