ফেসবুকের টুইটার-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক!

সিপ্লাস ডেস্ক: শক্তিশালী টিম নিয়ে বিশ্বের সেরা সামাজিক যোগাযোগের মাধ্যমের তকমা এখন ফেসবুকের। কিন্তু মার্কিন এ প্রতিষ্ঠানটিরই টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করেছে দুবাই ভিত্তিক একটি হ্যাকিং গ্রুপ।
শুক্রবার বিকেলে ফেসবুকের দুটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সাময়িকভাবে নিয়ন্ত্রণে নিয়েছিল হ্যাকারদের ওই গ্রুপ। হ্যাকিংয়ের পর তারা লেখে- ‘আমরা আওয়ারমাইন। চাইলে ফেসবুকও হ্যাক করা সম্ভব। কিন্তু টুইটারের নিরাপত্তা বেশ মজবুত।’ খবর বিবিসি।

আন্তর্জাতিক কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, শুধু ফেসবুক নয়, মেসেঞ্জারের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটিও হ্যাক করেছে একটি গ্রুপ। সবগুলো অ্যাকাউন্টেই আওয়ারমাইনের একটি লোগো পোস্ট করা হয়। তবে ফেসবুক ও ম্যাসেঞ্জারের নিজস্ব ওয়েবসাইটটি হ্যাক করা হয়নি।

এদিকে টুইটার নিশ্চিত করেছে, তৃতীয় পক্ষের মাধ্যমে এ হ্যাকিং করা হয়েছে। টের পাওয়ার পর সন্দেহভাজন অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

আওয়ারমাইন হচ্ছে দুবাই ভিত্তিক একটি হ্যাকিং গ্রুপ। এর আগে তারা বিভিন্ন করপোরেশন এবং নামকরা ব্যক্তিদের অ্যাকাউন্টে হামলা চালিয়েছে। যেমন- টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি এবং গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাইয়ের নেটফ্লিক্স ও ইএসপিএনের অ্যাকাউন্ট হ্যাক করেছিল।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Scroll to Top