‘ফেরিঘাটে দীর্ঘ যানজটের কারণে আজ অফিস ধরতে পারলাম না’

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: ঈদের ছুটি শেষে নড়াইল থেকে ঢাকা উদ্দেশ্যে শুক্রবার রাত ৮টায় বাসে উঠেন আসা হাসমত আরা। সকাল ৯টায় অফিস ধরার কথা ছিল। কিন্তু তিনি ঢাকায় পৌঁছান দুপুর ২টায়। ফেরিঘাটেই ৪ থেকে ৫ ঘণ্টা সময় লেগে যায় তার।

হাসমত আরা সংবাদমাধ্যম কে বলেন, ফেরিঘাটে দীর্ঘ যানজটের কারণে আজ অফিস ধরতে পারলাম না। এতো দীর্ঘ যানজট অনেক দিন দেখিনি। ফেরিঘাটে ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগলো। সকাল ৯টার মধ্যে পৌঁছানোর কথা ছিল, পৌঁছালাম দুপুর ২টায়।

একই অবস্থা চুয়াডাঙ্গা থেকে আসা বেসরকারি স্কুল শিক্ষক বিল্লাল মজুমদারের। তিনি বলেন, সকাল ১০টায় পৌঁছানোর কথা থাকলেও ফেরিঘাটে যানজটের কারণে দুপুরে ঢাকায় এসে পৌঁছালাম। আজ অফিস ধরতে পারলাম না।ঈদের ছুটির শুরুতে ঢাকা ছাড়ার যাত্রা নির্বিঘ্ন হলেও ফিরতে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। শনিবার (৭ মে) সকাল থেকেই রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় ৮ থেকে ১০ কিলোমিটার দীর্ঘ যানজট লাগে। এর ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা যাত্রীবাহী শত শত পরিবহন সড়কে আটকে আছে।

গাবতলী বাস টার্মিনালে যাত্রী ও কাউন্টার ম্যানেজারদের সঙ্গে কথা বলে জানা যায়, ফেরিঘাটে যানজট লাগায় যেসব বাস সকাল ৮টা থেকে ১০টায় পৌঁছায় সেগুলো শনিবার দুপুর ২টা পর্যন্ত পৌঁছাতে পারেনি।দুপুরে গাবতলী আন্তঃজেলা বাস কাউন্টারে কথা হয় ক্ষুদ্র ব্যবসায়ী সাইদ হাসানের সঙ্গে। তার স্ত্রী সাতক্ষীরা থেকে বাসে উঠেন শুক্রবার রাত ১০টায়। সকালে ৮টায় গাবতলী পৌঁছানোর কথা ছিল। কিন্তু দুপুর ১টায় সাঈদ হাসানের স্ত্রী ফোনে জানান ফেরিতে উঠতে আরও ২ ঘণ্টা লাগবে।

 

সাইদ হাসান বলেন, সকাল ৭টা থেকে গাবতলীতে এসে বসে আছি। কিন্তু ওইদিকে যে জ্যাম মনে হচ্ছে গাড়ি পৌঁছাতে বিকেল হয়ে যাবে। আমার ছোট ছেলেও আসছে। ওদের একা ফেলে যাই কীভাবে।ফেরিঘাটে দীর্ঘ যানজট দেখে অনেকেই বাস থেকে নেমে হেঁটেই রওনা দিচ্ছেন। ঝিনাইদহ থেকে আসা ইমন ইসলাম নামের এক চাকরিজীবী শুক্রবার সন্ধ্যা ৬টায় ঝিনাইদহের কালীগঞ্জ থেকে বাসে উঠেন। কিন্তু আরিচা ঘাটের কাছে পৌঁছাতেই রাত ১টা বেজে যায় তার।

 

তিনি বলেন, দুপুর ২টায় এসে পৌঁছালাম গাবতলীতে। ভেঙে ভেঙে না আসলে বিকেলেও পৌঁছাতে পারতাম না।এদিকে, তীব্র গরমে বাসে থাকা যাত্রীরা অসুস্থ হয়ে পড়েছেন বলে কাউন্টার ম্যানেজাররা জানিয়েছেন। এছাড়া দেরি করে আসায় অনেক অফিসে ধরতে পারেননি।ওয়েলকাম পরিবহনের কাউন্টারের ম্যানেজার মোহাম্মদ দিপু মিয়া বলেন, কাঁচামালের ট্রাকগুলোর কারণে দৌলতদিয়া ফেরিঘাটে যানজট হচ্ছে। ঢাকায় ফিরতে বাসগুলো ৫ থেকে ৬ ঘণ্টা লেট করছে।

তিনি আরও বলেন, দুপুর ২টায় গাবতলীতে গাড়ি ঢুকছে মাত্র চারটা। পাঁচটা গাড়ি এখনো ফেরিঘাটে আটকা। যারা ঢাকা থেকে যাবে তারাও গাড়ি পাচ্ছে না।ঢাকায় এলেও দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। সিএনজিচালিত অটোরিকশা ও রিকশায় চাওয়া হচ্ছে বাড়তি ভাড়া। চালকদের দাবি মেনেই গন্তব্যে যেতে হচ্ছে তাদের।