ফেনী বারাহিপুরে বসতঘর নির্মাণে বাধা সিএনজি চালকের সংবাদ সম্মেলন

বসতঘর নির্মাণে বাধা সিএনজি চালকের সংবাদ সম্মেলন।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

ফেনী প্রতিনিধি: ফেনী পৌরসভার ৮নং ওয়ার্ড বারাহিপুর সওদাগর পাড়ার মাস্টার বাড়িতে আমেনা খাতুনের মালিকীয় জায়গায় সিএনসি চালক আলী আক্কাছ বসবাস করছে। তার মা আমেনা খাতুনের মৃত্যুর পর তারা ৩ ভাই-বোন জায়গার মালিক হয়েছেন। আবদুর রউফের ছেলে মিজানুর রহমান, ইউছুপ, ইব্রাহীম ও মনির জায়গার মালিকানা নিয়ে সমস্যা সৃষ্টি করায় আমেনা খাতুন আদালতে বন্টন মামলা করেন। মামলা বিচারাধীন রয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে আলী আক্কাছ এ অভিযোগ করেন। এসময় তার বোন জোসনা বেগম ও রোসনা আক্তার উপস্থিত ছিলেন।

আলী আক্কাছ বলেন, তাদের বসত ঘর ঝরাজীর্ণ হওয়ায় ঘরের চতুর পাশে মিজানরা ৫টি খোলা টয়লেট নির্মাণ করেছে। এছাড়াও হাঁস-মুরগির খোয়া স্থান করে ময়লা আবর্জনা সৃষ্টি করে। ময়লার দুর্গন্ধে ঘরে বসবাস করা কষ্টসাধ্য হয়ে উঠেছে।

তিনি আরো বলেন, একটি এনজিও সংস্থা থেকে ঘর মেরামত ও পুন:স্থাপনের জন্য ঋণ গ্রহণ করে পুরাতন ঘর মেরামত করার উদ্যোগ নেয়া হলে মিজানরা ঘর নির্মাণে বাধা প্রদান করে। নির্মাণ সামগ্রী আনা হলে সেগুলো তারা ফেলে দেয়। তারা মামলা তুলে নিবে বলে ষ্ট্যাম্পে স্বাক্ষর দিলে, আমাকে ঘর করিতে দিবে, নচেৎ ঘর তৈরি নির্মাণ করতে দিবেনা।

তারা আমার সিএনজি আগুন দিয়ে জ্বালিয়ে দিবে বলেও হুমকি-ধমকি প্রদান করছে। আমি গরীব মানুষ একজন সিএনজি চালক। আমরা পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে জেলা প্রশাসন ও পুলিশ সুপারের সদয় দৃষ্টি কামনা করছি।