ফেনী প্রতিনিধি: ফেনীর পরশুরাম পৌরসভার উদ্যোগে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সাংবাদিক সম্মেলন করা হয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে পৌরসভার মেয়র ও পৌর এলাকায় অবকাঠামো উন্নয়ন কাজের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে পরশুরাম পৌর কতৃপক্ষ এ সাংবাদিক সম্মেলন করেন।
পৌরসভার কনফারেন্স রুমে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন পরশুরাম পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল আলিম এবং কাউন্সিলর আব্দুল মান্নান, এনামুল হক এনামসহ কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ।
সাংবাদিক সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়েছে পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার রাজনৈতিক প্রতিহিংসা থেকে পরশুরাম পৌরসভা চলমান ড্রেন নির্মাণ সহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালিয়ে পৌর নাগরিকদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার গত কয়েকদিন ধরে পরশুরাম পৌরসভা তাদের ইচ্ছেমতে যত্রতত্র ড্রেন নির্মাণ করে যাচ্ছেন বলে ফেসবুক মাধ্যমে অভিযোগ তুলেন। যাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। পৌর এলাকার ড্রেন যেখানে খুশি সেখানে নির্মাণ করা হয়নি। পৌর নাগরিকদের চাহিদা ও মাস্টার প্ল্যান অনুযায়ী দুই-তিন বছর পূর্বে বিশ্বব্যাংকের টিম ঢাকা থেকে এসে লেভেল সার্ভে, নেটওয়ার্কিং সার্ভে, জিওলজিক্যাল সার্ভে, এনভারমেন্টাল সার্ভে, সোশ্যাল সার্ভে অবকাঠামো সার্ভেসহ বিভিন্ন রকমের জরিপ কাজ সম্পন্ন করেছে।
পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল মহোদয় পৌর নাগরিকদের সাথে একাধিকবার উন্মুক্ত সভা ও মতবিনিময সভা করে ড্রেন লোকেশন ডিজাইন নির্ধারণ করা হয়। ড্রেনের লোকেশন ম্যাপ করে ড্রেন নির্মাণ কাজ শুরু করা হয়েছে।
পৌর কর্তৃপক্ষের সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে আরো অভিযোগ করা হয় উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার সড়ক ও জনপদ, জেলা পরিষদের জাগায় অবৈধভাবে দখল করে রাস্তার দুই পাশে অসংখ্য দোকান ঘর, অফিস, গোডাউন নির্মাণ করে ভাড়া আদায় করে যাচ্ছেন। পৌরসভার চলমান ড্রেনের কারণে উপজেলা চেয়ারম্যানের একাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ হওয়ার আশঙ্কা থেকে তিনি সরকারের চলমান উন্নয়ন প্রকল্প বাঁধা দিচ্ছেন এবং বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে পৌর নাগরিকদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছেন এছাড়াও একাধিক স্থানে সংযোগ সড়ক বন্ধ করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছেন।
সাংবাদিক সম্মেলনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।