ফাইনালে ওঠার লড়াইয়ে যে একাদশ নিয়ে খেলছে সিলেট-রংপুর

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের দ্বিতীয় কোয়ালিফায়ার মুখোমুখি সিলেট স্ট্রাইকার্স বনাম রংপুর রাইডার্স।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান।

বিপিএল চলতি আসরের প্রথম কোয়ালিফায়ারে পয়েন্ট টেবিলের শীর্ষ দল সিলেটকে হারিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

প্রথম সুযোগ মিস করায় আজ দ্বিতীয় সুযোগ কাজে লাগিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায় সিলেট। এজন্য তাদের আজ রংপুরকে হারাতে হবে।

আজকের ম্যাচে যারা জিতবে তারা বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লার সঙ্গে ফাইনাল খেলবে।

ফাইনালে ওঠার লড়াইয়ে সিলেট-রংপুরের একাদশ-

সিলেট স্ট্রাইকার্স: মাশরাফি বিন মুর্তজা, নাজমুল হোসেন শান্ত,তৌহিদ হৃদয়, জাকির হাসান, মুশফিকুর রহিম, রায়ান বার্ল, জর্জ লিন্ডে, থিসারা পেরেরা, লুক উড, রুবেল হোসেন এবং তানজিম হাসান সাকিব।

রংপুর রাইডার্স: নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শামীম পাটোয়ারি, রাকিবুল হাসান, হাসান মাহমুদ, শেখ মেহেদি, রবিউল হক, ডোয়াইন ব্রাভো, স্যাম বিলিংস, নিকোলাস এবং দাসুন শানাকা।