ফটোশপের ফ্রি ওয়েব ভার্সন অ্যাডোবির

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: বেশিসংখ্যক মানুষকে ফটোশপ ব্যবহারের সুযোগ দিতে বিনা খরচে সফটওয়্যারটির ওয়েব সংস্করণ ব্যবহারের সুযোগ দিচ্ছে অ্যাডোবি। বিনামূল্যে ফটোশপের ওয়েব সংস্করণ ব্যবহারের সুযোগ প্রাথমিকভাবে কানাডায় একটি পাইলট প্রকল্পের অংশ হিসেবে চালু হয়েছে।

ফটোশপের ফ্রি ওয়েব সংস্করণ ব্যবহারের সুযোগের পরিধি ক্রমান্বয়ে আরো বাড়বে। একই সুবিধা পাবেন বিশ্বের অন্যান্য অংশের ব্যবহারকারীরাও।

অ্যাডোবির এক মুখপাত্র বলেন, এতে সফটওয়্যারটির সব এডিটিং টুল ব্যবহার করা যাচ্ছে বলে দাবি করেছেন তিনি।