ফটিকছড়ি প্রতিনিধি: কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো ফটিকছড়ি উপজেলার ৪নং ভূজপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন।
বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত একটানা চলে ভোট গ্রহণ।
ইউনিয়নের দশটি কেন্দ্রে ভোটাররা উৎসব মুখর পরিবেশে লাইন ধরে প্রথমবারের মত ইভিএমে ভোটাধিকার প্রয়োগ করেন ভোটাররা। এতে সকাল থেকে মহিলাদের উপস্থিতি ছিল চোঁখে পড়ার মতো।
ইভিএমে প্রথম ভোট গ্রহণে শুরুতে কিছুটা ধীরগতি লক্ষ্য করা যায়। এ নিয়ে সকাল ১০টার দিকে ভোটারদের মাঝে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়। তবে দুপুরের দিকে পরিস্থতি স্বাভাবিক হয়ে যায়।
নির্বাচনে ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২ প্লাটুন বিজিবি সহ বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল ।
গণনা শেষে বিকাল সাড়ে ৫ টার দিকে কেন্দ্রে কেন্দ্রে ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসারগণ। শেষ খবর পাওয়া পর্যন্ত চেয়ারম্যান পদে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান চৌধুরী ৯ হাজার ৭ শত ৫৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী ইব্রাহীম তালুকদার পেয়েছেন ৪ হাজার ৫ শত ৪১ ভোট।
উল্লেখ্য, এ ইউনিয়নের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালের ১৬ এপ্রিল। মেয়াদ পূর্ণ হওয়ায় আজ ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হলো। এ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ২৬৭৬৫ জন।