ফটিকছড়ি প্রতিনিধি: ২রা নভেম্বর ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত করায় সংবাদ সম্মেলন করেছে মেয়র মুহাম্মদ ইসমাঈল হোসেন। ৩ রা নভেম্বর সন্ধ্যা সাতটার দিকে তাঁর নির্বাচনী প্রধান কার্যালয়ে এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সংবাদ সম্মেলনে ফটিকছড়ি পৌরসভার প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখেন পৌর মেয়র মোহাম্মদ ইসমাইল হোসেন।
এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, ত্রাণ ও সমাজসেবা বিষয়ক সম্পাদক সরোয়ার উদ্দিন, ফটিকছড়ি পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, ছাত্রলীগ নেতা সাইদুল আলম শাহেদ, মাইনুল করিম সাউকী, জামাল উদ্দিন, রায়হান রুপু, সাজ্জাতুল আলমসহ আরো অনেকেই।
সংবাদ সম্মেলনে মেয়র মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন ফটিকছড়ি পৌরসসভা নির্বাচনে আবারও তৃতীয় বারের মতো নির্বাচিত করায় সকল পৌরবাসীর কাছে আমি কৃতজ্ঞ। এলাকার গজনগণ সমর্থক,দলীয় নেতাকর্মীসহ সমাজের সর্বস্তরের জনগণকে নিয়ে আগামী পাঁচ বছর পৌরবাসীর সেবা করে যাব।