ফটিকছড়িতে মাহবুবুল আলম (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর দু’টার দিকে উপজেলার নাজিরহাট পৌরসভার ৬ নং ওয়ার্ডের ইমামনগর গ্রামের নেজামুল আলীর বাড়ী থেকে পুলিশ এ লাশ উদ্ধার করে। নিহত মাহবুবুল আলম ওই এলাকার শামসুল আলমের পুত্র।
তিনি তিন সন্তানের জনক বলে জানা গেছে। নিহতের পরিবারের সাথে কথা বলে জানা যায়, ‘স্ত্রী-সন্তান বাড়ীতে না থাকায় সোমবার রাতে এশার নামাজ শেষ করে শোবার ঘরে একা ঘুমিয়ে পরে মাহবুবুল আলম। সকালে ঘুম থেকে জাগতে না দেখে পরিবারের লোকজন দরজায় ধাক্কা দেয়। কোন সাড়া শব্দ না পেয়ে এক পর্যায়ে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থা থেকে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এস.আই) দেলোয়ারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘ খবর পেয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থা থেকে নিহতের লাশ উদ্ধার করেছি। নিহতের পরিবারের কোন অভিযোগ নেই। পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।