ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে চার গরু চোরকে গণপিটুনি দিয়ে পুলিশে হাতে তুলে দিয়েছে জনতা। (১১ এপ্রিল)ভোরে ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নে প্রেমপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় চার গরু চোরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেন।
আটকৃত হলেন মোঃ বাঁচা মিয়া, পিতা মৃত মখলেজুর রহমান,মোল্লা পাড়া ডবলমুরিং,বন্দর চট্টগ্রাম, সাইফুল ইসলাম, পিতা আব্দুল খালেক মোল্লা পাড়া, ডবলমুরিং বন্দর চট্টগ্রাম, মনছুর আলম (২৭), পিতা খায়রুল বশর,মির্জাপুর হাটহাজারী, মোঃ সোহেল,পিতাঃ বেলাল হোসেন, শিকারপুর, কসবা থানা।
জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন আটক চার গরু চোরকে আইনী প্রক্রিয়া শেষে কোর্ট হাজতে পাঠানো হয়েছে। পরে এদের রিমান্ড চাওয়া হবে। চুরি কাজে ব্যবহৃত পিকআপ ও গরু গুলো উদ্ধার করা হয়েছে।