ফটিকছড়ির নারায়নহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরাত আগমন উপলক্ষে সংবর্ধনা

চেয়ারম্যান আবু জাফর মাহমুদ সাহেব।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতে সফররত ৩নং নারায়নহাট ইউনিয়ন পরিষদের ২ বারের নির্বাচিত সুযোগ্য সম্মানিত চেয়ারম্যান  আবু জাফর মাহমুদ সাহেবকে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার সময় মানবিক সংঘটন নারায়ণহাট  প্রবাসী জনকল্যাণ পরিষদ সংযুক্ত আরব আমিরাত পক্ষ থেকে দেরা দুবাই নাসের স্কয়ার LAND MARK HOTEL Ballroom এ সংবর্ধনা দেওয়া হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন নারায়ণ হাট প্রবাসী জনকল্যাণ পরিষদের উপদেষ্টা জনাব আহমদ ছাফা। প্রধান অতিথি ছিলেন নারায়ণ হাট প্রবাসী জনকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা সফিউল আজম। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী সমিতির সংযুক্ত আরব আমিরাতের সম্মানিত সভাপতি  মোহাম্মদ এয়াকুব, দুবাইয়ে বিশিষ্ট কার্গো ব্যবসায়ী বাবু লিটন সেন। মাওলানা আবদুস সবুরের কোরআন তেলওয়াত আর শ্রীমতি রুমি দে গীতাপাঠের মধ্যেমে নিদিষ্ট সময়ে সংবর্ধনা সভা শুরু হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক ওসমান গনি জুয়েল এর সঞ্চালনায় এতে আরো বক্তব্য প্রদান করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাইফুল আজম রাসেল, সহ সভপতি জানে আলম, যুগ্ন-সাধারণ সম্পাদক  রাজন দে, ৪ নং ওয়ার্ড সভাপতি মাওলানা আবদুস সবুর,বাবু লিটন দে প্রমুখ।

অনুষ্ঠান শেষে সকলের মঙ্গল কামনায় প্রার্থনা ও রাতের ডিনারে আয়োজন হয়।