ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ টি স্কেভেটর জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২২ ফেব্রুয়ারী) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির রাহমান সানি।ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক অভিযানের শুরুতে ভূজপুর ইউনিয়নের হরিনাকুল এলাকা থেকে অবৈধ বালু উত্তোলনের কাজে নিয়োজিত ২ টি ডাম্প ট্রাক জব্দ করা হয়।
পরে পাইন্দং ইউনিয়নের আঁধার টেক এলাকার হালদা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের কাজে নিয়োজিত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।
পরবর্তীতে একই ইউনিয়নের ফকিরাচান এলাকায় অভিযান করা হলে, মাটি কাটার আলামত পাওয়া গেলেও অভিযান চলাকালে কাউকে আটক করা যায়নি।
অন্যদিকে,উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ৩ ও ৪ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে ৩ টি এস্কেভেটর জব্দ করা হয় ও একটি এস্কেভেটর মেশিন ঘটনাস্থলে বিকল করে দেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রাহমান সানি বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনটি এস্কেভেটর, দুটি ডাম্প ট্রাক আটক করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বলেন প্রশাসেনর এ কর্মকর্তা।