ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া এলাকায় আইন লঙ্গন করে ১৫ বছরের মেয়েকে বিয়ে দেয়ার অপরাধে মেয়ের মা হিরু মনি ( ৩০) কে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলামের নেতৃত্বে সোমবার (১৫ মে ) বিকালে মোবাইল কোর্ট পরিচালনা করে এ সাজা দেন। এ সময় ফটিকছড়ি থানা পুলিশের একটি টীম, স্থানীয় জনপ্রতিনিধি,গ্রাম পুলিশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে মেয়ের বয়স জালিয়াতি করে হলফনামা তৈরীর কথা স্বীকার করেন মেয়ের মা।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিট্টেষ্ট কামরুল ইসলাম বলেন আগামী শুক্রবার মেয়েটির গায়ে হলুদ ও শনিবার বরের বাড়িতে উঠিয়ে নেয়ার কথা ছিল।খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্য বিয়ে নিরোধ আইনে মেয়ের মাকে ৬ মাসের জেল দেয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেষ্ট।