ফটিকছড়ি প্রতিনিধি: বছরের প্রথম দিনেই চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কের ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার কুম্ভারপাড়া এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে।
১ জানুযারী বিকেল ৪ টার দিকে নাজিরহাট পৌরসভার ৪ নং ওয়ার্ডের কুম্বারপাড়া এবিসি রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম শহর থেকে ফটিকছড়ি গামী ওষুধ কোম্পানির একটি পিকআপ বাইসাইকেল চালকে বাঁচাতে গিয়ে দ্রুতগামী পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাসহ পাশে থাকা দোকানের ভিতর ঢুকে যায়।
দুর্ঘটনার সাথে সাথে পথচারীরা দোকানের ভিতর থেকে চারজন ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ সময় রিকশাচালক মোঃ নাসির জয়নাল আবেদীন, বাইসাইকেল চালক মোহাম্মদ নাঈম উদ্দিন এবং মাদ্রাসা শিক্ষার্থী আব্দুল্লাহ গুরুতর আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।