ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে অবৈধভাবে টিলা কেটে পুকুর খনন করায় চা বাগান কর্মকর্তাকে এক বছরের দন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
রবিবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার নারায়নহাট ইউনিয়নে হালদা ভ্যালী চা বাগানে অভিযান চালিয়ে এ দন্ড দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রাহমান সানি।
জানা যায়, হালদা ভ্যালী চা বাগানের অভ্যন্তরে বাদুড়খিল নামক স্থানে টিলা কেটে অবৈধভাবে পুকুর খনন করছিল বাগান কতৃপক্ষ। এ সময় টিলা কাটায় জড়িত থাকায় বাগানের সহকারী ব্যবস্থাপক মহসিন হোসেন (৩০), পিতা- আবদুল হাসেম, গ্রাম: উত্তর চর ভৈরবী, জেলা: চাঁদপুর’কে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
এছাড়াও খনন কাজে নিয়োজিত এক্সক্যাভেটর চালক স্থানীয় বাসিন্দা গৌতম দাশকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে এবং বাগান এলাকায় সরকারি রাস্তার উপর গেইট নির্মাণ করে প্রতিবন্ধকতা তৈরি করায় মোবাইল কোর্ট চলাকালীন সময়ে তা উন্মুক্ত করে গেইটটি সার্বক্ষণিক খোলা রাখার জন্য নির্দেশনা দেয়া হয়।
অভিযান পরিচালনায় সহায়তা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলাম, ভুজপুর থানা পুলিশের একটি টিম ও স্থানীয় বন বিভাগের কর্মকর্তরা।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রাহমান সানি।