ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মেজবাহ উদ্দিন চৌধুরী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১০ মে) বিকেলে উপজেলার ভূজপুর ইউনিয়নের আজিমপুর চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মুসলিম উদ্দিন সিকদার জানান, দুপুরে গাছ থেকে আম পেড়ে নামার সময় তার পরনের জামা বাড়ির সীমানা প্রাচীরে স্থাপিত লোহার এঙ্গেলের সাথে আটকে যায়। এতে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছে থাকা একটি বাঁশের উপর পড়ে যায় সে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মেজবাহ উদ্দিন একই এলাকার আব্দুল্লাহ চৌধুরীর ছেলে।