আনোয়ারা প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত বীর মুক্তিযুদ্ধা প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু এমপির কবর জেয়ারত করলেন আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়ন যুবলীগ নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা।
শুক্রবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার হাইলধর গ্রামের বাড়ির প্রয়াত নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা জানান নবগঠিত কমিটির সভাপতি মোঃ আবদুল্লাহ নাছির মিন্টু, সহ সভাপতি মোহাম্মদ আখতার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আবদুচ ছবুর, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন মন্টু, মোঃ আবু নাছের আরজু, সাংগঠনিক সম্পাদক মোঃ লোকমান, মোঃ গিয়াস উদ্দীন চিশতী, প্রচার সম্পাদক এয়ার মোহাম্মদ, দপ্তর সম্পাদক সুজন দাশ ও অর্থ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম সোহেল সহ ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত রবিবার (১২ মার্চ) বটতলী ইউনিয়ন যুবলীগের কমিটি ঘোষণা করা হয়। আনোয়ারা উপজেলা যুবলীগের আহবায়ক শওকত ওসমান, যুগ্ম আহবায়ক অনুপম চক্রবর্তী ও আবদুল মালেক এর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
এ বিজ্ঞপ্তি বলা হয়, আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়।