প্রবাসী বিএনপি’র পরিবার ওয়ার্ল্ড অনলাইন গ্রুপ আমিরাত শাখার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

আমিরাত শাখার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাত গ্রীন সিটি আল আইন শহরে গতকাল প্রবাসী বিএনপি পরিবার ওয়ার্ল্ড অনলাইন গ্রুপ আমিরাত শাখার উদ্যোগ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

গতকাল আল আইন একটি রেস্টুরেন্ট হল রুমে প্রবাসী বিএনপি’র পরিবার ওয়ার্ল্ড অনলাইন গ্রুপের আমিরাত শাখার সিনিয়র সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হান্নান শাহের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আইন বিএনপির সভাপতি শওকত ওসমান রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাছের হেজাজী, আল আইন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, মোহাম্মদ বাহার মির্জা,মোহাম্মদ সোহাগ, মোহাম্মদ আব্দুল জলিল, উপদেষ্টা রফিকুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ হেলাল, মোহাম্মদ আনিছ মুন্সি।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু এবং যারা মাতৃভাষা বাংলার জন্য আত্মহতি দিয়েছেন তাদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় টেলি কনফারেন্সে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা শাহজালাল সাজু ,উপদেষ্টা দেলোয়ার হোসেন, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ হারুন।

বক্তারা বলেন ১৯৫২ সালে ভাষা আন্দোলনের জন্য যারা আত্মহতি দিয়েছেন তাদের ত্যাগের বিনিময়ে আমরা রাষ্ট্রভাষা বাংলা পেয়েছি। বক্তারা বলেন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি আগামী নির্বাচনে যাবেনা। দেশে আজকে কোন গণতন্ত্র নেই । মানুষের অধিকার নেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দিন দিন বেড়েই চলেছে।দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহার সহ দলের সকল নেতাকর্মীর মিথ্যা মামলা প্রত্যাহার করে নেতাকর্মীদের মুক্তি দাবি করেন এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জোর দাবি জানান।

এছাড়াও বক্তব্য রাখেন তেজগাঁও থানার যুবদলের সহ-সভাপতি মফিজুর রহমান, ফারজানা আক্তার, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ নেজাম, জামাল হোসেন, মোহাম্মদ জুয়েল, রফিকুল ইসলাম সহ আরো অনেকে। রাষ্ট্রভাষার জন্য যারা আত্মহতি দিয়েছেন এবং দেশের কল্যাণের জন্য দলীয় নেতৃবৃন্দ শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন মাওলানা জাহেদ উল্লাহ।