আমিরাত প্রতিনিধি: প্রবাসী জিয়া পরিবার ঐক্য পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল ১৭ ই ডিসেম্বর শনিবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গোল্ডেন সিটি রেস্টুরেন্টের হলরুমে।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রবাসী জিয়া পরিবার ঐক্য পরিষদের সভাপতি কাজল মির্জা এবং সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক এস কে সুলতান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আ র শামীম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মেহেদি হাসান বিপ্লব।
আরো বক্তব্য রাখেন প্রবাসী জিয়া পরিবার ঐক্য পরিষদের সিনিয়র সভাপতি মনির হোসেন, সাবেক সাধারন সম্পাদক শাজাহান খান সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ সাংগঠনিক সম্পাদক শাহীন আলম পাটোয়ারী সহ-সাংগঠনিক সম্পাদক আমানুল ইসলাম সহ-সভাপতি সোহেল রানা সহ-সভাপতি মোহাম্মদ কামাল যুগ্ন সম্পাদক মোহাম্মদ মামুন সিনিয়র যুগ্ম-সম্পাদক মোহাম্মদ মানিক আরো বক্তব্য রাখেন আব্দুল হাই, মনির হোসেন মোহাম্মদ ইয়াসিন, মেহেদি হাসান রায়হান আরো অনেকে।
বক্তারা বলেন, স্বাধীনতা যুদ্ধে সকল বীর মুক্তিযোদ্ধাদের আত্ম ত্যাগের বিনিময়ে পেয়েছি আমরা স্বাধীন বাংলাদেশ। সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকী, মহান বিজয় দিবসের কেক কাটা এবং মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনায় মোনাজাত ও দোয়া করা হয়।