প্রধানমন্ত্রীর শিক্ষা বৃত্তি পেল রাঙ্গুনিয়ার ৩২৫ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী

রাঙ্গুনিয়া প্রতিনিধি: প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য এলাকা ব্যতীত)’ শীর্ষক কর্মসূচির আওতায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ৩২৫ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীকে এককালীন শিক্ষা বৃত্তির নগদ অর্থ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৩ মে) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসব সহায়তা বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী।

তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের কথা সর্বদা চিন্তা করেন এবং আপনাদের সকল চাহিদা বুঝেন। সেজন্য ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর জন্য সরকারি নানা সুযোগ-সুবিধা দিয়ে থাকেন। সরকারি ৫টি ঘর ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। আরও ৫টি ঘর দেওয়া হবে। ১০টি সাইকেল দেয়া হবে। নিয়মিত ভাতা সুবিধা দেয়া হচ্ছে। এভাবে নানা কর্মসূচীর মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবন মান উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।”

অনুষ্ঠানে অতিথি ছিলেন ছিলেন ইউসিসিএ লি. এর চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরী, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের অর্থ ও দপ্তর সম্পাদক জগলুল হুদা, ইউএনও কার্যালয়ের সিএ সাধন চাকমা, ইসলামপুর ইউনিয়ন পরিষদের রইস্যাবিলি ওয়ার্ডের সদস্য বিপর্সি তংচংগ্যা প্রমুখ। শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শ্রেণির গত ও এই অর্থ বছরের আওতায় ৪২৫ জন শিক্ষার্থীকে উপবৃত্তির নগর অর্থ বিতরণ করা হয়।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top