প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে আইন কর্মকর্তাদের সমাবেশ

সিপ্লাস ডেস্ক: চট্টগ্রাম জেলা সরকারি আইন কর্মকর্তাদের উদ্যোগে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে জেলা পিপি এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সভাপিত্বে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার (২৪ মে ) জেলা পিপি অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বজলুর রশিদ মিন্টু, মহানগর পিপি আব্দুর রশিদ, জেলা পিপির প্রতিনিধি ও অতিরিক্ত পিপি ফখরুদ্দীন জাবেদ, বিশেষ পিপি নিখিল কান্তি নাথ, অতিরিক্ত পিপি মোস্তাফিজুর রহমান।

সভা পরিচালনা করেন অতিরিক্ত পিপি এডভোকেট আজাহারুল হক । বিপুলসংখ্যক আইন কর্মকর্তা ও আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, দেশে আইনের শাসন বলবৎ থাকা অবস্থায় গণতান্ত্রিক দেশে দেশের প্রধান মন্ত্রীকে হত্যার হুমকি দেয়া গভীর ষড়যন্ত্রের একটি অংশ।যে হুমকি দিয়েছে সে খুনের পরিকল্পনাকারীদের প্রতিনিধি।এই ষড়যন্ত্রের হোতা ও মদদদাতাদের সন্ত্রাস দমন আইনের আওতায় এনে বিচার নিষ্পত্তির দাবী জানায়।

সভায় বক্তারা আরো বলেন ,৭৫ আর ২০২০ এক নয়। আজ আওয়ামীলীগের নেতা কর্মীরা শক্তিশালী এবং সংঘবদ্ধ। যেকোনো ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত আছে। যেখানে ষড়যন্ত্র হবে সেখানে প্রতিরোধ হবে কোন অশুভ শক্তিকে ছাড় দেয়া হবে না।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Scroll to Top