রাঙ্গুনিয়া প্রতিনিধি: প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে জনসভায় হত্যার হুমকির প্রতিবাদে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ মে) উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এটি কাপ্তাই সড়কের ইছাখালী ও উপজেলা ক্যাম্পাস প্রদক্ষিণ করে উপজেলা মুক্তমঞ্চে এসে শেষ হয়। মিছিলে উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাঁতীলীগ, ছাত্রলীগ এবং মহিলা আওয়ামী লীগের জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মুক্তমঞ্চে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম এ মান্নান চৌধুরী। সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদারের সঞ্চালনায় বক্তব্য দেন উত্তরজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, ধর্ম বিষয়ক সম্পাদক মো. শাহজাহান সিকদার প্রমুখ।
বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রকাশ্যে হুমকি তাদের দেশ এবং স্বাধীনতা বিরোধী অপতৎপরতারই একটি অংশ৷ রাঙ্গুনিয়ায় আওয়ামী পরিবার তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের নেতৃত্বে ঐক্যবদ্ধ। এখানে বিএনপি-জামায়াতের কোনো অপতৎপরতা করতে দেয়া হবে না। আগামী নির্বাচনকে সামনে রেখে তাদের প্রতিহত করতে আওয়ামী লীগ মাঠে থাকবে বলে জানান নেতৃবৃন্দ।