প্রতারণা করে অর্থ আত্মসাৎ, ভুয়া এনজিওর চেয়ারম্যান-ম্যানেজারসহ গ্রেপ্তার ৩

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: নওগাঁর বদলগাছী উপজেলায় প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দ্বীপগঞ্জ বৌদ্ধ বিহার সেভিংস অ্যান্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের ভুয়া এনজিওর চেয়ারম্যান-ম্যানেজারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৭ মার্চ) ভোরে উপজেলার বিলাশবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে দুপুরে বদলগাছী থানায় মামলা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলার বলরামপুর গ্রামের ইয়াছিন আলীর ছেলে ও এনজিওর চেয়ারম্যান এমরান হোসেন খান রতন (৪৮), হলুদ বিহার গ্রামের আফছার আলীর ছেলে ও এনজিওর ম্যানেজার আবু সাঈদ ওরফে নাজমুল (৪৪) এবং একই গ্রামের হাছির আলীর ছেলে ও মাঠকর্মী শহিদুল ইসলাম (৫০)।

র‌্যাব জানায়, সাম্প্রতিক উপজেলায় অসংখ্য অনুমোদনহীন এনজিও গড়ে উঠেছে। এসব এনজিওর মাঠ কর্মীরা জনগণকে এনজিওতে বিনিয়োগ বা ঋণ নিতে প্রলুব্ধ করে। কিন্তু এনজিওতে বিনিয়োগের পর গ্রাহকরা সর্বস্ব হারিয়ে ফেলেন। এ বিষয়ে গণমাধ্যমে খবর প্রকাশ এবং ভুক্তভোগীদের অভিযোগ পেয়ে ছায়া তদন্তে শুরু করে র‌্যাব। তদন্তে সত্যতা পাওয়ায় মঙ্গলবার ভোরে র‌্যাব উপজেলার বিলাশবাড়ী এলাকায় অভিযান চালায়। এসময় দ্বীপগঞ্জ বৌদ্ধ বিহার সেভিংস অ্যান্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের একটি ভুয়া এনজিওর চেয়ারম্যান-ম্যানেজারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়। এছাড়া ডিবিএসসি নামক ওই ভুয়া এনজিওর বিরুদ্ধে গ্রাহকের প্রায় ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া যায়।

এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী জহুরুল ইসলাম জুইট বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।