আনোয়ারা প্রতিনিধি: দীর্ঘ ৪ বছর আগে স্কুল ভবনের নির্মাণ কাজ শুরু, এখনো শেষ হয়নি সেই কাজ। তবে কাজ শেষ না হলেও এর আগে ভবনের বিল্ডিংয়ে ছাদ সহ বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। এই ফাটল দেখা দিয়েছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের আলহাজ্ব ফজলুল কাদের চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিমার্ণাধীন স্কুল ভবনের ছাদে। এ নিয়ে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, ২০১৯ সালে স্কুল ভবনটি নির্মাণের জন্য উপজেলা প্রকৌশলীর সুপারিশে কাজ পান মোঃ জসীম উদ্দীন নামের এক ঠিকাদার। তখন থেকে কাজ শুরু হলেও করোনাকালে দুই বছর কাজ বন্ধ রেখেছিলো ঠিকাদার।এছাড়া ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ উঠে এই ঠিকাদারের বিরুদ্ধে। যার ফলে কাজ শেষ না হওয়ার আগে ফাটল ধরেছে। প্রশ্ন উঠে কাজের গুনগত মান নিয়ে।
স্থানীয় জনপ্রতিনিধিসহ নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান, ভবনের কাজে দায়িত্বে থাকা কমিটি এবং উপজেলা প্রকৌশলের দায়িত্ব পালনকারীদের বিশেষ কোন কিছুর মাধ্যমে ম্যানেজ করে কাজ করছে। ফলে নির্মাণ কাজে দূর্নীতি হওয়ার ফলে কাজ শেষ হওয়ার আগে ভবনটি ছাদসহ বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে।উদ্বোধনের ৪ বছর পার হলেও এখনও ভবনের কাজ শেষ করতে পারেনি ঠিকাদার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ঝর্ণা চক্রবর্ত্তী সিপ্লাসকে জানান, ঠিকাদারের অবহেলায় এখনো ভবনের কাজ শেষ হয়নি। চলতি বছরের জানুয়ারিতে কাজ বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হলেও এখনো বুঝিয়ে দিতে পারেনি ঠিকাদার। এর আগে ছাদ সহ বিভিন্ন স্থানে ফাটল দেখা দিলে ঠিকাদারকে জানানো হয়েছে।
এ বিষয়ে ঠিকাদার মোঃ জসীম উদ্দীন জানান, ছাদে কোনো ফাটল দেখা যায়নি। এটা মিথ্যা।
অনুসন্ধানে জানা যায়, আনোয়ারা উপজেলার এলজিইডি’র সকল কাজ উপজেলা প্রকৌশলী কর্মকর্তা তসলিমা জাহান তার পছন্দের ঠিকাদার দিয়ে কাজ করান। তার পছন্দের ঠিকাদারের মধ্যে জসীম উদ্দীন একজন। তাদের করা উপজেলার সড়ক সহ বিভিন্ন নির্মাণ কাজ একবছরের বেশি ঠিকে না। নির্মাণে ব্যবহার করে নিম্নমানের সামগ্রী।
এবিষয়ে উপজেলা প্রকৌশলী কর্মকর্তা তসলিমা জাহান জানান, যে ফাটল গুলো দেখছেন এ গুলো ফাটল না। স্কুল ভবনটির কাজ এখনো শেষ হয়নি। কোনো ভূলত্রুটি হলে পূনরায় ঠিক করে দেওয়া হবে।