সিপ্লাস ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসের আন্তর্জাতিক গার দ্যু নর্দ রেলস্টেশনে বুধবার ভোরে ছুরি হামলার ঘটনায় ছয়জন আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
এ ছুরি হামলার পেছনে কোনো বিশেষ কারণ আছে কি না তা জানার চেষ্টা করছে পুলিশ।
সকাল ৬টা ৪২ মিনিটে হামলার ঘটনাটি ঘটে। মাত্র এক মিনিটের মধ্যেই হামলায় ছয়জন আহত হন এবং হামলাকারীকে আটক করা হয়।
প্যারিস গার দ্যু নর্দ ইউরোপের অন্যতম ব্যস্ততম আন্তর্জাতিক রেলস্টেশন। প্রতিদিন রেলস্টেশনটি দিয়ে প্রায় সাত লাখ যাত্রী চলাচল করে।