ফটিকছড়ি প্রতিনিধি: অতীতের বিবেদ ভুলে পৌরসভা নির্বাচনে নৌকার পক্ষে মাঠে নামলো নাজিরহাট পৌর যুবলীগ। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে আওয়ামীলীগ মনোনীত মেয়র পদ প্রার্থী এ.কে জাহেদ চৌধুরীর সমর্থনে মিছিল ও সমাবেশ আয়োজনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিক ভাবে মাঠে নামলো পৌর যুবলীগ।
এর আগে সকাল ১০ টার দিকে নাজিরহাটের ঝংকার চত্তরে পৌরসভার ৯ টি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা সমবেত হতে থাকে। পরে এক বিশাল গণমিছিল চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক প্রদক্ষিণ করে।
অন্যদিকে, মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌরসভা যুবলীগের সভাপতি মোহাম্মদ হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছদর উল্লাহ পারভেজের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী একে জাহেদ চৌধুরী, উত্তর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল বশর, উপজেলা আওয়ামীলীগ নেতা বোরহান আহমেদ,শফিউল আজম কৃষকলীগ মোতাহার হোসেন বাবুল,সাবেক ছাত্রলীগ নেতা ছৈয়দ লুৎফর রহমান, পৌর আওয়ামীলীগ নেতা তৌহিদুল আলম, উপজেলা ছাত্রলীগ নেতা নেতা ইমতিয়াজ এয়াকুব,পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমান উল্লাহ প্রমূখ।