
পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় কোভিড ১৯ (করোনা) সচেতনতায় কমিউনিটি লিডারদের ভূমিকা শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (৫ জুলাই) বেলা এগারোটার দিকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদেকুর রহমান ওয়ারেচী মেমোরিয়াল হল রুমে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হেলথ এন্ড এডুকেশন ডেভলপমেন্ট সোসাইটির আয়োজনে উক্ত মতবিনিময় সভায় হেলথ এন্ড এডুকেশন ডেভলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান হরিশংকর গুপ্তের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মহিউদ্দিন মাজেদ চৌধুরী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মুজিবুর রহমান, হেলথ এন্ড এডুকেশন ডেভলপমেন্ট সোসাইটির প্রধান নির্বাহী ইন্দ্রজিৎ চক্রবর্ত্তী, বেসিক ব্যাংকের শাখা ব্যাবস্থাপক মো: মোরশেদুল আলম প্রমুখ।
সভায় বক্তারা চলমান করোনার ৪র্থ ধাপ মোকাবেলায় টিকার উপর গুরুত্ব দেন এবং সবাইকে টিকার আওতায় আনতে সমাজের বিভিন্ন স্তরের লিড়ারদের এক হয়ে কাজ করার আহবান জানান।
মতবিনিময় সভায় পেকুয়ার স্কুল কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।