পেকুয়ার ইয়াবাসহ মাদক কারবারি র্যাবের হাতে গ্রেফতার

পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় ৮হাজার পিস ইয়াবাসহ শীর্ষ ইয়াবা ব্যবসায়ী মোজাম্মেল হককে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

বুধবার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পুর্ব বিলহাচুরা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ধৃত মোজাম্মেল হক ওই এলাকার মৃত আবদুল জলিলের পুত্র।

র‍্যাব -১৫ জানায়, মোজাম্মেল হক একজন চিহ্নিত ইয়াবা কারবারি। সে দীর্ঘদিন ধরে ইয়াবা  বেচাকেনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে র‍্যাব বিলহাচুরা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে ইয়াবাসহ আটক করা হয় । বৃহস্পতিবার দুপুরে আটক মোজাম্মেলকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ , মেজাম্মেল একজন বড় মাপের ইয়াবা ব্যবসায়ী। টেকনাফ থেকে ইয়াবা এনে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি করে সে । তাছাড়া টেকনাফের কয়েকজন ব্যক্তির মোজাম্মেলের রয়েছে সখ্যতা। তার বাড়িতে দিনরাতে সমানতালে চলে ইয়াবা কারবার। রাত হলে বসে তার বাড়িতে ইয়াবার আসর। তাকে আইনের আওতায় আনায় র‍্যাবকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
Scroll to Top