পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় থানা পুলিশের অভিযানে ছয় হাজার পিস ইয়াবা সহ এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (২ মে) দুপুরে উপজেলার টৈটং ইউনিয়নের ধনিয়াকাটা বাজারের মিয়াজীরঘোনা রাস্তার পাশে এসআই (নিঃ) মোঃ ইব্রাহিম এর নেতৃত্বে পেকুয়া থানার একটি চৌকস টিম সন্দেহভাজনদের চেক করলে এই সময় বেলাল নামের এক যুবকের কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়৷
আটককৃত যুবক বেলাল উদ্দিন সাতকানিয়া উপজেলার এওছিয়া দুই নং ওয়ার্ডের ছুড়ামনি এলাকার ইউনুছের পুত্র বলে জানা গেছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ ওমর হায়দার বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান চলছে আজ টৈটং আঞ্চলিক মহাসড়ক থেকে ৬ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে বলেও জানান ওই কর্মকর্তা।