পেকুয়ায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫ পরীক্ষার্থী বহিষ্কার

পেকুয়া প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় এসএসসিও সমমানের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার স্কুলে ইংরেজী প্রথম পত্র ও মাদ্রাসায় আরবী দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন সময়ে পেকুয়া মডেল সরকারি জিএমসি ইনস্টিটিউশন কেন্দ্র ও পেকুয়া আনোয়ার উলুম সিনিয়র মাদ্রাসা কেন্দ্র থেকে তাদেরকে বহিষ্কার করা হয়।

পেকুয়া জিএমসি কেন্দ্রে বোর্ডের পরিদর্শক টিম ও আনোয়ার উলুম মাদ্রাসা কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভুমি তাদেরকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করেন।

বহিস্কৃতরা মেহেরনামা উচ্চ বিদ্যালয়ের ১জন,বারবাকিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২জন, টৈটং বটতলি শফিকিয়া মাদ্রাসার ১জন ও ফাসিয়াখালী ইসলামিয়া কামিল মাস্টার্স মাদ্রাসার ১জন পরীক্ষার্থী বলে জানা গেছে।

বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার উলফাত জাহান চৌধুরী  বলেন, পেকুয়া উপজেলায় গতকাল মোট ৫ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Scroll to Top