পৃথিবীকে পথ দেখাচ্ছে আমাদের নারী: তথ্যমন্ত্রী

রাঙ্গুনিয়ায় যুব মহিলা লীগের সম্মেলনে বক্তব্য দেন এম এ সালাম।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

রাঙ্গুনিয়া প্রতিনিধি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর উন্নয়নে এবং অগ্রগতির উপর জোর দিয়েছেন বলেই আজকে আমাদের নারী পৃথিবীকে পথ দেখাচ্ছে। নারীর যে ক্ষমতায়ন বাংলাদেশে হয়েছে, পৃথিবীর আর কোনো দেশে গত এক দশকে এভাবে হয়নি। বৈশ্বিক সূচকে বাংলাদেশের নারীরা রাজনৈতিক ক্ষমতায়নের দিক দিয়ে বিশ্বে পঞ্চম, এশিয়া অঞ্চলে দ্বিতীয় আর উপমহাদেশে প্রথম। শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণে এটি সম্ভব হয়েছে।”

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নারীর এই অভাবনীয় ক্ষমতায়ন এজন্যেই করেছেন, কারণ দেশের অর্ধেক জনসংখ্যা নারী। নারীর উন্নয়ন ব্যতিত দেশের উন্নয়ন সম্ভব নয়।

শনিবার (১৮ মার্চ) বিকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক এডভোকেট রাহিলা চৌধুরী রেখার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগ সভাপতি এম.এ.সালাম। উদ্বোধক ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সরোয়ার ডেইজি। বিশেষ অতিথি ছিলেন উত্তরজেলা আওয়ামী লীগ নেতা উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, জেলা পরিষদের সদস্য আবুল কাশেম চিশতি, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির সদস্য খালেদ মাহমুদ, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, ইদ্রিছ আজগর চেয়ারম্যান, কামরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, উত্তর জেলা আওয়ামী লীগের আকতার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের ইকবাল হোসেন, এমরুল করিম রাশেদ, হালিম আবদুল্লাহ প্রমুখ। প্রধান বক্তা ছিলেন উত্তরজেলা যুব মহিলা লীগের আহবায়ক রওশন আরা বেগম রত্না, বিশেষ বক্তা ছিলেন যুগ্ম আহবায়ক এডভোকেট জুবাইদা সরোয়ার চৌধুরী নিপা। সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক সুমাইয়া তুন নূর বৃষ্টি।

ড. হাছান মাহমুদ বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে আজকে নারীরা সেনাবাহিনীতে শুধু অফিসার পদে নয়, সেনা সদস্য হিসেবেও কাজ করছে, তারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি, হাইকোর্ট বিভাগের বিচারপতি, ডিসি, এসপি যা ১৪ বছর আগে কেউ ভাবেনি। আমাদের নারীরা এভারেস্ট জয় করেছে, হিমালয় শৃঙ্গে উঠেছে, মহাসাগর পাড়ি দিচ্ছে। বাংলাদেশে প্রধানমন্ত্রী নারী, বিরোধীদলীয় নেত্রী নারী, সংসদের স্পীকার নারী, সংসদ নেতা ও উপনেতাও নারী, শিক্ষামন্ত্রী নারী। নারীর উন্নয়নের উপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোর দিয়েছেন বলেই এসব সম্ভব হয়েছে।”

এম.এ. সালাম তার বক্তব্যে বলেন, “নারীরাও আজ আর পিছিয়ে নেই। বরং পুরুষদের চেয়ে অনেক ক্ষেত্রে এগিয়ে গেছে। নারীর এই ক্ষমতায়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে। তাই নারী নেতৃত্ব অক্ষুন্ন রাখতে এবং দেশের উন্নয়নে আবারও নৌকা প্রতীককে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

শেষে এডভোকেট রাহিলা চৌধুরী রেখাকে সভাপতি ও সুমাইয়া তুন নূর বৃষ্টিকে সাধারণ সম্পাদক করে রাঙ্গুনিয়া উপজেলা যুব মহিলা লীগের আংশিক কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সরোয়ার ডেইজি।