পার্কভিউ হসপিটাল ও কে ওয়াই স্টিলের (কেডিএস) কর্পোরেট চুক্তি সম্পাদন

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: পারস্পরিক সম্পর্কোন্নয়ন ও সুলভ মূল্যে বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানের নিমিত্তে নগরীর “মডেল হসপিটাল” খ্যাতিপ্রাপ্ত পার্কভিউ হসপিটাল ও স্বনামধন্য স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান কে ওয়াই স্টিলের মধ্যে এক কর্পোরেট সমঝোতা স্মারক চুক্তি অনুষ্ঠান নগরীর কে ওয়াই স্টিল মিলনায়তনে অদ্য ২০ জুন, ২০২২ ইং, সোমবার সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের কে ওয়াই স্টিলের পক্ষ থেকে ছিলেন জনাব পার্থ প্রতিম ঘোষ ডিজিএম (আইটি), জনাব এস এম রাশেদ সিনিয়র ম্যানেজার- কর্পোরেট এইচ আর, জনাব শরিফ উদ্দিন তসলিম- সিনিয়র ম্যানেজার (ফাইন্যান্স এন্ড একাউন্টস), জনাব সুব্রত দেব -ম্যানেজার (কর্পোরেট এইচ আর), জনাব সাজ্জাদ আল মামুন ,এইচওডি, ব্র্যান্ডস এন্ড কমিউনিকেশনস।

পার্কভিউ হসপিটাল এর পক্ষ থেকে ছিলেন জেনারেল ম্যানেজার (এডমিন) জনাব তালুকদার জিয়াউর রহমান শরীফ, ডিজিএম (এইচ আর) জনাব মোঃ হুমায়ুন কবীর, এডমিন অফিসার জনাব সরফুদ্দিন আহমেদ, মার্কেটিং অফিসার জনাব নিজাম উদ্দিন।

অনুষ্ঠানে পার্কভিউ হসপিটালের অনন্য বৈশিষ্ট্য গুলো নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন পার্কভিউ হসপিটালের জিএম তালুকদার জিয়াউর রহমান শরীফ ও ডিজিএম মোঃ হুমায়ুন কবীর।

এই চুক্তির আওতায় কে ওয়াই স্টিল সংশ্লিষ্টরা প্যাথলজি, ইমেজিং ও বিভিন্ন ক্ষেত্রে পার্কভিউ হসপিটাল থেকে বিশেষ ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।