পায়েলকে নিয়ে ভালোবাসা দিবসে আসছেন অপূর্ব

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: নাটক থেকে জিয়াউল ফারুক অপূর্ব নিজেকে ক্রমশ সরিয়ে নিয়েছেন ওটিটি প্ল্যাটফর্মে। ফলে এখন আর টিভি পর্দা বা ইউটিউব চ্যানেলের নতুন কাজে সচরাচর মেলে না তার মুখ।

তবে এই ভালোবাসা দিবস উপলক্ষে  একটি বিশেষ নাটকে পাওয়া যাবে এই অভিনেতাকে। যে নাটকে তার বিপরীতে রয়েছেন কেয়া পায়েল।

সিএমভি’র ব্যানের ‘ঈর্ষা’ নামের বিশেষ এই নাটকটি রচনা করেছেন মেজবাহউদ্দীন সুমন এবং নির্মাণ করেছেন সৈয়দ শাকিল।

নির্মাতা সূত্রে জানা গেছে গল্পটির খানিক আভাস। যাতে দেখা যাবে নব দম্পতি তুর্জ ও রাত্রির সংসারের গল্প। যে গল্পে যেমন রয়েছে বিচ্ছেদের সুর, তেমনি থাকছে ভালোবাসার অন্যরকম এক গল্প।

প্রযোজক এসকে সাহেদ আলী জানান, ১৪ ফেব্রুয়ারি সামনে রেখে শিগগিরই ‘ঈর্ষা; উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।