সিপ্লাস ডেস্কঃ দেশ থেকে একবার অর্থ বেরিয়ে গেলে তা ফিরিয়ে আনা একপ্রকার অসম্ভব। কার্যত এই টাকা ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া নেই। ফলে সুইস ব্যাংকে বাংলাদেশিদের গচ্ছিত অর্থ ফেরত আসবে, এমন আশা করেন না পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
অর্থ ফিরিয়ে আনা কতটা কঠিন, সে প্রসঙ্গে জার্মানির ইহুদিদের উদাহরণ দেন পরিকল্পনামন্ত্রী। বলেন, জার্মানিতে হিটলার ক্ষমতায় আসার পর থেকেই ইহুদিরা দেশ ছেড়ে পালাতে শুরু করে। তখন তারা নিজেদের অর্থ ও সোনা সুইস ব্যাংকগুলোতে গচ্ছিত রাখে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সুইস ব্যাংকগুলো সেই অর্থ ফেরত দেয়নি। এর বহুকাল পরে মার্কিন যুক্তরাষ্ট্রের ইহুদি লবির চাপে সুইস ব্যাংকগুলো সেই অর্থ ও সোনার খবর জানাতে বাধ্য হয়। বাংলাদেশ সরকারের তো সেই ক্ষমতা নেই, ফলে আমাদের পক্ষে সেই অর্থ ফিরিয়ে আনা সম্ভব নয় বলেই মনে করেন পরিকল্পনামন্ত্রী।
ই পরিপ্রেক্ষিতে এম এ মান্নান বলেন, টাকা যাতে দেশ থেকে বেরোতে না পারে, সেই চেষ্টা করা উচিত। তাহলে কেন এই সুযোগ দেওয়া হলো, সাংবাদিকদের এমন প্রশ্নর জবাবে তিনি বলেন, ‘আমরা জানি, “চোরা না শোনে ধর্মের কাহিনি”। তবু আশা ছিল সরকারের, যদি তারা কিছুটা ধর্মের কথা শোনে।’
গতকাল ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও র্যাপিড আয়োজিত এক ওয়েবিনারে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রস্তাবিত বাজেট নিয়ে উপস্থাপনা দেন র্যাপিডের নির্বাহী পরিচালক মো. আবু ইউসুফ।