পাগড়ি প্রদান করে ১০ হাফেজকে সম্মাননা

পাগড়ি প্রদান করে ১০ হাফেজকে সম্মাননা।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: শনিবার (৪ মার্চ) দারুসসুন্নাহ ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসায় ১০ জন হাফেজের মাথায় পাগড়ি পরিয়ে দেন বহদ্দারহাট বৃহত্তর হক সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির উপদেষ্টা, মা-মনি এন্টারপ্রাইজ এর এমডি, নুরুল আলম খোকন স্মৃতি সংসদ এর সভাপতি নুরুল আলম শিপু।

নুরুল আলম শিপু বলেন, কোরআনে হাফেজরা আলোর দিশারি। আল্লাহ তাদের অন্তরে কোরআনের প্রতিটি অক্ষর গেঁথে দিয়েছেন। তাঁদের মধুর কণ্ঠে কোরআনের আয়াত মুসল্লিদের মুগ্ধ করবে। তাঁদের দেখে সবাই কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ হবে।

অনুষ্ঠান সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রধান শিক্ষিক আবু বক্কর সিদ্দিকি, এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মাসুদ রেজা চৌধুরী, নুরুল হাসান টিপু, জহির উদ্দিন বাবর, রমজান আলী প্রেম, নুরেআলম সিদ্দিকী, রাহাত উল্লাহ রবিন, মোহাম্মদ কামাল, রানা, জিকু, মোহাম্মদ আলম, জাবেদ,  মোহাম্মদ সোহেল, জয়নাল, জাকির, সালাউদ্দিন, সাকিব, সবুজ,  আমির মাহমুদ খুসরু রাজু প্রমুখ।

বক্তারা বলেন, কোরআন শরীফ আল্লাহর কালাম। আল্লাহপাক যাকে তৌফিক দান করেন, সেই কোরআনে হাফেজ হন। হাদিস শরীফে আছে কেয়ামতের দিন হাফেজে কোরআনরা ১০ জনকে সাফায়াত করতে পারবে। আমাদের সমাজে একটা প্রচলিত রেওয়াজ আছে যে ধর্মীয় শিক্ষাকে ছোট করে দেখা হয়। কিন্তু আসলে ধর্মীয় শিক্ষা ব্যতিত কেউ আদর্শবান মানুষ হতে পারে না। তাই প্রত্যেকের উচিৎ তার সন্তানকে প্রথমে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা।