পাওয়ারপ্লেতে সবাইকে ছাড়িয়ে লিটন

সিপ্লাস ডেস্ক: বাইশ গজে দুর্দান্ত সময় কাটাচ্ছেন টাইগার ওপেনার লিটন দাসের। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ৪১ বলে ৮৩ রানের ইনিংস খেলেছেন লিটন। এই সংস্করণে বাংলাদেশের দ্রুততম হাফ সেঞ্চুরি হাঁকানোর ম্যাচে তার স্ট্রাইকরেট ছিল ২০২.৪৩। তার ইনিংসটি সাজানো ছিল ১০ চার ও ৩ ছক্কায়।

এক সমীক্ষায় ক্রিকইনফো জানায়, টি-টোয়েন্টি অন্তত ৭০০ বল খেলেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে পাওয়ার প্লেতে স্ট্রাইক রেট সবচেয়ে বেশি এই ডানহাতি ব্যাটারের।

কুড়ি ওভারের ক্রিকেটে ৬৪ ইনিংসে লিটনের স্ট্রাইক রেট ১৪২.৫৭। তার পেছনে আছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কিক। ৭৮ ইনিংসে প্রোটিয়া ওপেনারের স্ট্রাইক রেট ১৪১.৫১। তিনে থাকা আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদের ৬৩ ইনিংসে স্ট্রাইক রেট ১৪০.৪৭।

তবে পাওয়ার প্লেতে ছক্কা সংখ্যায় সবার উপরে কুইন্টন ডি কক। ইনিংসের নির্ধারিত সে ওভারগুলোতে ৫৮টি ছক্কা মেরেছেন ডি কক। দ্বিতীয় স্থানে থাকা শাহজাদের ছয়ের সংখ্যা ৪০ ছক্কা আর ৩৮টি ছক্কা নিয়ে তিনে অবস্থান করছেন লিটন।

ক্যালেন্ডার
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Scroll to Top