পলোগ্রাউন্ড থেকে ডাকাত দলের প্রধান রুবেল ৬ সহযোগীসহ গ্রেপ্তার

নগরীতে বাসে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের প্রধান চাকমা রুবেলকে ৬ সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: নগরীতে বাসে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের প্রধান চাকমা রুবেলকে ৬ সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৭টি টিপ ছোরা উদ্ধার করা হয়। রুবেলের ছয় সহযোগী হলেন, মো. আলামিন, রমজান হোসেন রুবেল প্রকাশ দাইত্ত্যা রুবেল, শাহাদাৎ হোসেন বাবু, মো. বাদশাহ, দ্বীন ইসলাম প্রকাশ মুন্না ও মনির হোসেন। গত সোমবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড স্কুলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালী থানার উপ–পরিদর্শক (এসআই) মেহেদী হাসান আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। থানা পুলিশ সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, গভীর রাতে চলাচল করে এমন বাসে এবং ভোরবেলায় চলাচল করে এমন বাসগুলোকে তারা টার্গেট করেন। তখন যাত্রীর সংখ্যাও থাকে কম। এই সুযোগকে কাজে লাগিয়ে জায়গা বুঝে ছোরার ভয়ভীতি দেখিয়ে সাধারণের কাছ থেকে তারা সর্বস্ব লুটে নেয়। নগরীর বিভিন্ন এলাকা, জেলার সীতাকুণ্ড, ফৌজদারহাট, মইজ্জারটেক, পটিয়াসহ বিভিন্ন এলাকায় সংঘটিত বিভিন্ন ডাকাতি ও ছিনতাই কার্যক্রমে তারা যুক্ত ছিলেন বলেও স্বীকার করেন।

দল নেতা চাকমা রুবেলের বিরুদ্ধে কোতোয়ালী, সদরঘাট, ডবলমুরিং থানায় অস্ত্র আইসহ বিভিন্ন আইনে মোট ১৫ টি মামলা রয়েছে। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার মুছাপুর এলাকার বাসিন্দা। গ্রেপ্তারকৃত অন্যান্যদের বিরুদ্ধেও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নতুন একটি মামলা দায়ের হয়েছে এবং গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।