নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কাজ সফলভাবে সম্পন্ন করায় বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ।
আজ শুক্রবার (২৪ জুন) পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই শুভেচ্ছা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সমাপ্তিতে আমি আপনার কৃতিত্বের এবং বাংলাদেশের জনগণকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাতে চাই।
ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের উন্নয়নের যাত্রায় সেতুটির উদ্বোধন একটি যুগান্তকারী ভুমিকা। এটি বাংলাদেশকে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই প্রবৃদ্ধির একটি পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আপনার দৃঢ় সংকল্পেরও প্রমাণ।
আমি আপনার সুস্বাস্থ্য এবং ভ্রাতৃপ্রতিম জনগণের ক্রমবর্ধমান অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আমার ব্যক্তিগত শুভেচ্ছা জানাতে এই সুযোগটি নিতে চাই।
অনুগ্রহ করে মহামান্য, আমার সর্বোচ্চ বিবেচনার প্রতিশ্রুতি গ্রহন করবেন।”
উল্লেখ্য, আগামীকাল শনিবার (২৫ জুন) স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষ্যে পদ্মার দুই পাড়েই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে সরকার।
তিন স্তরের নিরাপত্তার মধ্যে উদ্বোধনের পর ২৫ জুন সকাল ১০টায় মুন্সীগঞ্জ প্রান্তে পদ্মা সেতু খুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সেতু পার হয়ে জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে উদ্বোধনী ফলক উন্মোচন করবেন তিনি। পরে শিবচরের কাঁঠালবাড়িতে এক জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা।