পদ্মা সেতুর জন্য নেওয়া ঋণ ৩৫ বছরে পরিশোধ করা হবে: কাদের

ছবি: সংগৃহীত
CPLUSTV
CTG NEWS
CPLUSTV
শেয়ার করুন

সিপ্লাস ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু নির্মাণের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে সেতু বিভাগ যে ঋণ নিয়েছে তা আগামী ৩৫ বছরের মধ্যে পরিশোধ করা হবে।

রোববার (১২ জুন) মাওয়ায় পদ্মা সেতুর নির্মাণকাজ পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সেতু বিভাগ সেতুটি নির্মাণের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে ৩০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। ৩৫ বছরে ১ শতাংশ সুদে মোট ৩৬ হাজার কোটি টাকা পরিশোধ করা হবে।’

ওবায়দুল কাদের জানান, বছরে চার কিস্তিতে মোট ১৪০টি কিস্তিতে পরিশোধ করা হবে এই ঋণ।

ঋণ পরিশোধের বিষয়টি বিবেচনায় রেখে টোলের হার নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।

সেতুমন্ত্রী আরও বলেন, উদ্বোধনের পরদিন সকাল ৬টা থেকে পদ্মা সেতু দিয়ে যানবাহন চলাচল করতে পারবে।

আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী ২৫ জুন সকাল ১০টায় সেতুর মাওয়া প্রান্তে জনসভায় ভাষণ দেবেন। নেমপ্লেট উন্মোচনের পর তিনি গাড়িতে করে সেতু পার হবেন।’

সেতু বিভাগের সচিব মো. মঞ্জুর হোসেন বলেন, ম্যানুয়াল ও স্বয়ংক্রিয়ভাবে টোল আদায়ের ব্যবস্থা থাকবে।

ছয় লেনের একটিতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম ব্যবহার করা হবে। অন্য লেনগুলোতে ম্যানুয়ালি টোল সংগ্রহ করা হবে।

মঞ্জুর হোসেন বলেন, ‘ইটিসি সিস্টেম চালু করতে ছয় মাস সময় লাগবে। এর মাধ্যমে অতি অল্প সময়ের মধ্যে টোল আদায় করা যাবে।’